লেবাননে ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান

লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে দেশটির রাজধানী বৈরুতে ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা সূত্র এ তথ্য জানিয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঢাকা-বৈরুত-ঢাকা রুটে এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করবে বিমান।
এর আগে ১৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ রুটে চারটি ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।
লেবাননে গত কয়েক মাস ধরেই অর্থনৈতিক মন্দা চলছে। তাই প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ দেশটি থেকে ফিরতে চাইছিলেন। এর মধ্যে সম্প্রতি জোড়া বিস্ফোরণে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হয়। এরপর দেশে ফিরতে আগ্রহীদের সংখ্যা আরও বাড়ে।