লালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নাটোরের লালপুর উপজেলায় দুয়ারিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুইজনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায়, অপর একজনের বাড়ি পাবনা জেলায়। তারা গত রাতে বেড়ানোর জন্য বাইরে বের হন, পরে রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে। তারা সবাই রাজাপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।