লম্পট প্রেমিকের বিচার চেয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী

March 18 2020, 13:09

প্রতারক প্রেমিকের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ও তার মা। এদিকে লম্পটের পরিবার ভুক্তভোগি মা ও তার মেয়েকে নানা ভাবে হুমকি-ধমিক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর স্কুল পাড়া গ্রামের ওই ছাত্রীর পিতা গত তিন বছর আগে স্ত্রী-সন্তানকে রেখে চলে যায়। নিরুপায় হয়ে ওই ছাত্রীর মা স্থানীয় এক শিক্ষকের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীর উপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মানিকের। নানাভাবে মানিক ওই কিশোরীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। অতিষ্ঠ হয়ে ওই ছাত্রী তার এক বান্ধবির বাসায় গিয়ে অবস্থান নেয়। সেখানেও মানিক গিয়ে তাকে নানা প্রলোভন দেখায়। এক পর্যায়ে ওই কিশোরী মানিকের প্রেমের প্রস্তাবে রাজি হলে সর্বস্ব কেড়ে নেয় মানিক। কিছুদিন যাওয়ার পর ওই কিশোরির কাছ থেকে দূরে সরে যেতে থাকে মানিক। বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর মা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে যান। মানিকের পরিবার প্রভাবশালি হওয়ায় তাদের কাছে বার বার গিয়েও কোন আশ্বাস পাচ্ছেন না ওই কিশোরী ও তার পরিবার।

ভুক্তভোগি কিশোরীর মা বলেন, আমার অবোধ মেয়েটির সর্বনাশ করেছে মানিক। এর বিচার চাইতে গেলে ছেলের পরিবারে পক্ষ থেকে নানা হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমার মেয়েকে নিয়ে আমি নিরাপত্তাহীতায় ভুগছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন এ ধরণের ঘটনা নেক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে দু’ পক্ষকে নিয়ে বসার কথা রয়েছে। দোষী উপযুক্ত শাস্ত পাবে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগির পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।