লঞ্চডুবি: ২ দিন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে তদন্ত কমিটি

June 29 2020, 16:44

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে।

মঙ্গলবার (৩০ জুন) ও বুধবার (০১ জুলাই) দুই দিন বিকাল ৩টায় সদরঘাটে এ সাক্ষ্য নেবে কমিটি।

সোমবার (২৯ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানান, কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

লঞ্চ দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/সংস্থাকে শনাক্ত এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।