লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
করোনাভাইরাসের কারণে বিদ্যমান লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। ২৫ মার্চ বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। পূর্বঘোষণা অনুযায়ী, গত ১৮ মার্চ শুরু হওয়া লকডাউন ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। তবে বুধবারের ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিদ্যমান লকডাউন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
মূলত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এটি কার্যকরে ইতোমধ্যেই দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ সদস্যরাও লকডাউন কার্যকর করতে কাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে অর্থনীতির নাজুক অবস্থা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। অর্থনীতিতে গতি ফেরাতে আগামী শুক্রবার প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। সূত্র : আল জাজিরা