রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত
রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৪ জন।
আজ বুধবার বেলা পৌণে চারটার দিকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪) ও রমজান (৮)।
নিহতরা সবাই পাশের শিয়ালবাড়ি বস্তির বলে জানা গেছে।
রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।