রিকশা চালাচ্ছে রোবট!
রিকশায় বসে আছেন যাত্রী, আর তা চালিয়ে নিয়ে যাচ্ছে এক রোবট। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, যানবাহনটির চালকের দায়িত্ব আমেরিকান স্পেশাল ইফেক্টস ডিজাইনার ও টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাডাম স্যাভেজ ন্যস্ত করেছেন একটি রোবট কুকুরের কাঁধে।
ঘটনাটি যদিও ফেব্রুয়ারির, তবে সোমবার এটি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) কর্মকর্তা সুপ্রিয়া সাহু টুইটারে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আমেরিকান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবটিকস ডিজাইন কোম্পানি বোস্টন ডাইনামিকের তৈরি করা এই রোবটের নাম ‘স্পট’। এদিকে, ওই ভিডিও ক্লিপ শেয়ার করে এটিকে ‘ভবিষ্যতের রিকশা’ বলে অভিহিত করেছেন সুপ্রিয়া।
ভিডিওতে আরও দেখা যায়, যাত্রী আসনে চড়ার পর রোবটটিকে গন্তব্য জানানো হচ্ছে।
রোবটটিকে তৈরি করেছে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স ডিজাইন সংস্থা ‘বোস্টন ডায়নামিক্স’। সংস্থার ওয়েবসাইটের বক্তব্য, রাস্তা দিয়ে রীতিমতো চমৎকার গতিতে চলতে পারে এই রোবট।