রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে শুক্রবার রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের হৃদয় (২২), পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩) ও গোদাগাড়ী পৌর লালবাগ এলাকার মাহবুব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় রাত ৮টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচ যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টায় হৃদয় ও শ্যামল এবং রাত ১১টার দিকে মোহাম্মদ আলী মারা যান।
আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২) ও রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১)। তারা রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ইউএনবি।