রাজবাড়ীতে মাকে মারধরের ঘটনায় ছেলে-পুত্রবধূ গ্রেফতার
রাজবাড়ীতে মাকে মারধরের ঘটনায় ছেলে-পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি লিখে না দেওয়ায় ৪ মার্চ আছিয়া বেড়ম (৬০) নামে এক বৃদ্ধ মাকে মারধর করে ছেলে রইচ উদ্দিন (৪০) ও তার স্ত্রী অঞ্জনা বেগমকে (৩৫)। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরদিন ছেলে ও তার স্ত্রীসহ ৫জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই বৃদ্ধ। সে অভিযোগের ভিত্তিতে পুলিশ রইচ উদ্দিন ও অঞ্জনা বেগমকে আটক করে পুলিশ। আছিয়া বেগমের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দুই বছর আগে তার স্বামী মারা গেছেন।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা মাকে মারধরের ঘটনায় স্বামী-স্ত্রী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।