রাজবাড়ীতে করোনা আক্রান্ত রোগীর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা

June 11 2020, 14:44

রাজবাড়ী জেলা শহরের ভাজনচালা এলাকায় এক করোনা আক্রান্ত রোগী একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। ওই ব্যক্তি রাজবাড়ী জেলা শহরের বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, গত বুধবার ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে এরপর থেকে তিনি তার বাড়িতেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার নমুনা সংগ্রহ করতে গেলে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপন করেন। বিকেলে আবার স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়িতে গেলে তিনি দৌড়ে পাশের বাড়ির একটি নির্মাণাধীন ভবনের ছাদে যেয়ে নিচে লাফিয়ে পড়েন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে রাজবাড়ীর সদর হাসপাতালে নিয়ে যায়।