রাজনৈতিক বন্দীদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিএনপির চিঠি

April 08 2020, 12:52

বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মী রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন অভিযুক্ত হয়ে কারাগারে আটক আছেন অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে বিএনপি।

বৈশ্বিক মহামারী ভয়ানক করোনা ভাইরাস সংক্রমণের কারণে অবিলম্বে এসব রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে একটি চিঠি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।