রংপুরে ‘হোম কোয়ারেন্টাইন’ বেড়ে ৬২৭

March 20 2020, 15:17

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলায় ‘হোম কোয়ারেন্টাইনে’ গেছেন বিদেশ ফেরত আরও ৩৭৩ জন। এনিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ৬২৭ জন।

রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো: আমিন আহমেদ খান জানিয়েছেন, শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামসহ এই বিভাগের আট মোট ৬২৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টাতেই গেছেন ৩৭৩ জন। যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে রংপুরে ১৭৯, পঞ্চগড়ে ১৭, নীলফামারীতে ৮৭, লালমনিরহাটে ৫৩, কুড়িগ্রামে ১০৯, ঠাকুরগাওয়ে ২৬, দিনাজপুরে ৫২ এবং গাইবান্ধায় ১০৫ জন আছেন। এছাড়া ২৮ জনকে এই বিভাগে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।

তিনি জানান, বিদেশ ফেরত কেউ যদি ১৪ দিন সেলফ কোয়ারেন্টাইনে না থেকে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি বিদেশ ফেরত প্রতিনি মানুষকে কমিউনিটির প্রত্যেকটি নেতাকে মোটিভেশন দেওয়ার আহবান জানান।