রংপুরে আল্লার দলের ২ সদস্য গ্রেফতার

November 19 2020, 17:03

রংপুরের পীরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, দিনাজপুর ঘোড়াঘাট থানার একটি মামলায় গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যের উপর ভিত্তি করে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দল এর সক্রিয় সদস্য পীরগঞ্জের ফতেপুর মিয়াপাড়া এলাকার আসকার আলীর ছেলে মো. সাদেকুল আকন্দ (৪৬) এবং একই উপজেলার শাহ আব্দুস ছালামের ছেলে মোস্তাফিজার রহমানকে (৩০) গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়াও তারা আল্লার দলের নেতা মতিন মেহেদী’র মতাদর্শের অনুসারী বলেও স্বীকার করেছে।