যেভাবে লিওনেল মেসিরা মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন

বার্সেলোনার তারকা লিওনেল মেসি অনুশীলনে ফিরেছেন শুক্রবার। তবে আলাদা আলাদা অনুশীলন করেছেন সতীর্থরা।
জুন মাসের মধ্যে স্পেনে শীর্ষ ফুটবল লিগ শুরু করার একটা প্রস্তুতি নেয়া হচ্ছে। যার জন্য প্রত্যেক ফুটবলারকে টেস্ট করা হবে ন্যুনতম দুইদিন হাতে রেখে।
অনুশীলন নিয়ে নিয়ম কানুনে পরিবর্তন আসবে। ১২জনের বেশি একসাথে অনুশীলন করতে পারবে না।
স্পেনে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেন,‘আমরা নিশ্চিতভাবেই ফুটবল শুরু করা নিয়ে উদগ্রীব। কিন্তু স্পেনের স্বাস্থ্য অবস্থার কথাও ভাবতে হবে। আমরা চেষ্টা করবো জুনে ফুটবল শুরু করে দিতে।’
ওদিকে ১৬ই মে থেকে জার্মানিতে শুরু হচ্ছে দেশটির শীর্ষ লিগ বুন্দেসলিগা। সূত্র : বিবিসি