যুবকের কঙ্কালসহ সাভারে ২ লাশ উদ্ধার

January 27 2020, 10:53

সাভারে পৃথক স্থান থেকে সোমবার সকালে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিভাবে মৃত যুবকদের নাম পরিচয় জানা যায়নি।

সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, সকালে সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারির পাশে হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ের একটি ডোবা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। গত প্রায় দুই মাস আগে ওই যুবককে হত্যা করে লাশ ওই ডোবায় ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

অন্যদিকে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন এলাকায় একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওসি এএফএম সায়েদ জানান, লাশ ও উদ্ধারকৃত কঙ্কালের ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর জানা যাবে তাদের কিভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। সূত্র : ইউএনবি।