যানজট কমাতে লুক্সেমবার্গে গণপরিবহনে যাতায়াত বিনামূল্যে

March 02 2020, 06:44

যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে অগণিত সময়। আর এই যানজটের মূলে রয়েছে অতিরিক্ত ব্যক্তিগত গাড়ির ব্যবহার। এবার যানজট কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ।

সেখানকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি কমানোর পদক্ষেপ হিসেবে বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনগুলোতে যাতায়াত একদম বিনামূল্যে করে দেয়া হয়েছে। দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৯ ফেব্রুয়ারি অধিবর্ষের দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গণপরিবহনে নাগরিকদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেয়ার এমন সিদ্ধান্ত বিশ্বে প্রথম নিল লুক্সেমবার্গ।

২০১৮ সালের জরিপ অনুযায়ী, লুক্সেমবার্গের আয়তন মাত্র দুই হাজার ৫৮৬ বর্গকিলোমিটার যা আমাদের দেশের একটি জেলার সমান। কিন্তু দেশটির জনসংখ্যা ছয় লক্ষাধিক। আর এই জনসংখ্যার বেশির ভাগই চলাচল করে ব্যক্তিগত যানবাহনে। এএফপি।অ