ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

October 02 2021, 11:08

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন জগন্নাথপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হওয়ায় কিশোরগঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।

ভৈরব রেলওয়ে জংশন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল জানান, আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের কেবিন সূত্রে জানা যায়, লাইনচ্যুতির কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। বগিটি উদ্ধার না করা পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।