ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

December 09 2019, 17:25

ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবীতে ময়মনসিংহ থেকে সবধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানায়, ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো থেকে এ অঞ্চলের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে বাস সার্ভিস চালু করে। সম্প্রতি ময়মনসিংহ-নেত্রকোনা সড়কেও বিআরটিসি বাস চালু করে। এতে পরিবহণ মালিক ও শ্রমিকরা আপত্তি জানায়। গত তিন দিনেও বিআরটিসি বাস বন্ধ করায় অন্য বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে আজ বেলা আড়াইটা থেকে ঢাকাসহ জেলার বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ করে দেন তারা।আবুল নামে এক পরিবহন শ্রমিক জানান, বিআরটিসি বাস চালুর পর থেকে আমাদের যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। তাই মালিকরা আর্থিক ক্ষতির শঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে।এদিকে বাস বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করে বাস টার্মিনাল থেকে ফিরে যেতে হয়েছে অনেককে।