ময়মনসিংহে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

December 09 2020, 06:20

ময়মনসিংহের ফুলপুরে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বনি আমিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়।

বনি আমিনের বাড়ি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বড়পুটিয়া গ্রামে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় প্রতিবেশী এক বাকপ্রতিবন্ধী তরুণী ডেকে নিয়ে বাড়ির পাশে ধর্ষণ করেন বনি আমিন। এ সময় তার ডাক চিৎকারে পথচারী জাহির হাসান, রুবাইদ হোসেন, সোহান মিয়া ও শান্ত ছুটে আসলে ওই বৃদ্ধ পালিয়ে যায়।
ধর্ষণের শিকার মেয়েটির মা ফজিলা খাতুন জানান, ধর্ষণের কথা জিজ্ঞাসা করলে মেয়ে হ্যাঁ সূচক ইশারা দেয়। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে মঙ্গলবার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার ভোর রাতে আসামি বনি আমিনকে আটক করা হয়েছে। তাকে ময়মনসিংহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।