ময়মনসিংহে জয়ে শুরু সাইফের
প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাবও। শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারায় রহমতগঞ্জকে।
রুয়ান্ডার এমেরি বাইসেঞ্জ একমাত্র জয়সূচক গোলটি করেন সাইফের হয়ে। মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে খেলা রহমতগঞ্জ লিগ শুরু করল হার দিয়ে।
ম্যাচের শুরু থেকে রহমতগঞ্জকে চাপে রেখে খেলতে থাকেন জামাল ভূঁইয়ারা। গোল পেতে অবশ্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট পর্যন্ত। রহমতগঞ্জের বক্সের বাইরে পাওয়া ফ্রিকিক কাজে লাগিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে সাইফ। ডিফেন্ডার এমেরির ফ্রিকিক পুরান ঢাকার ক্লাবের গোলকিপার রাসেল মাহমুদ লিটনের বাঁ পাশ দিয়ে জালে প্রবেশ করে (১-০)। কোচ সৈয়দ গোলাম জিলানীর নির্দেশে রক্ষণভাগের দেয়াল মজবুত হওয়ায় আর কোনো গোল হজম করতে হয়নি রহমতগঞ্জকে। শেষ দিকে উপরে উঠে আক্রমণের চেষ্টা করে। কিন্তু তা সফলতার মুখ দেখেনি। ফলে হার দিয়েই লিগের শুরু করল পুরনো ঢাকার ডালপট্টির ক্লাবটি।