ময়মনসিংহে খালেদা জিয়ার মুক্তির দাবির কর্মসুচীতে পুলিশের বাঁধা

February 15 2020, 18:12

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি বাঁধার অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। পরে উদ্ভুত পরিস্থিতে জেলা বিএনপি পুলিশী বাঁধার মুখেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

শনিবার দুপুরে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে কয়েকশ’ নেতাকর্মী দলীয় কার্যালয়ে কর্মসূচী পালন করতে গেলে পুলিশের বাঁধার মুখে ফিরে আসে। এসময় মৌন মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ করে। দলীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে যেতেও দেয়নি পুলিশ।

এদিকে দলীয় কার্যালয় পুলিশি নিয়ন্ত্রণের কারণে বিকেলে নগরীর গঙ্গাদাস গুহ রোডে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলুর বাসভবন পুলিশ অবরুদ্ধ করে রাখে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে বাড়ির আঙিনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন ও যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাবলু।

এসময় দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।