ময়মনসিংহে এক ডোবা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

November 11 2020, 06:37

ময়মনসিংহে এক ডোবা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার এক ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেননি তারা।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, সকালে মহাসড়কের ওই এলাকায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডোবায় অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। নিহতের কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা এবং হত্যাকাণ্ড এ দুই সম্ভাবনার কথাই ভাবছে পুলিশ।