মৌলভীবাজারে জ্বর-কাশিতে একজনের মৃত্যু, কোয়ারেন্টিনে পরিবার

April 04 2020, 13:02

মৌলভীবাজারের রাজনগরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে এক ক্ষুদ্র ব্যবসায়ির (৪৫) মৃত্যু হয়েছে। রাজনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে পরীক্ষা নিরীক্ষার জন্য। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ি মারা যান।

মাঝে মাঝে তিনি অসুস্থ থাকতেন। গত দু’দিন ধরে তিনি সর্দি জ্বর ও শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় তার মৃত্যু ঘটে।

ঘটনা জানাজানি হলে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, উর্মি রায়, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। মেডিকেল টিম নমুনা সংগ্রহ করেছে। প্রশাসন তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাশ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে তার দাফন কাপন জনাজা সম্পন্ন হবে।