মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ বৃহস্পতিবার
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার মেয়র পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দশ হাজার টাকা দিয়ে উভয় সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে আগ্রহী ব্যাক্তিরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে দলীয় কার্যালয়ে জমা দিতে হবে পরদিন শুক্রবার।
ফরম জমা দেয়ার সময় আগ্রহী মেয়র প্রার্থীদেরকে ১ লাখ টাকা বিএনপির দফতরে দিতে হবে। এরপর শনিবার সম্ভাব্য প্রার্থীদের গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। কাউন্সিলর পদে মনোনয়নপত্র কোথা থেকে বিতরণ করা হবে?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঢাকা মহানগরীর শীর্ষ নেতাদের সাথে আলাপ করে দ্রুত জানিয়ে দেয়া হবে।