মুশাররফের লাশ ৩ দিন ধরে রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ!

December 19 2019, 17:43

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলার রায় বিস্তারিত প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। ১৬৭ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে ফাঁসির আগে মুশাররফ মারা গেলে তার লাশ যেন তিন দিন ধরে ইসলামাবাদের ডি চকে ঝুলিয়ে রাখা হয়।

রায়ে বলা হয়েছে, ‘আমরা আইন বলবৎকারী সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছি তারা যেন পলাতক অপরাধীকে পাকড়াও করবার সব ধরনের চেষ্টা করে এবং আইনানুযায়ী শাস্তি দেয়ার চেষ্টা করে এবং তাকে যদি মৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে তার লাশ পাকিস্তানের ইসলামাবাদের ডি চকে টেনে এনে যেন তিন দিন ধরে ঝুলিয়ে রাখা হয়।’

পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠ, সিন্ধ হাইকোর্টের বিচারপতি নাজির আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহিদ করিমকে নিয়ে গঠিত এক বেঞ্চ এই রায় দিয়েছে।

বিচারপতি আকবর এ ভিন্ন মত দিলেও বিচারপতি শেঠ এবং করিম মুশাররফের অপরাধের ব্যাপারে একমত হয়েছেন।

মুশাররফ নিজে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডকে ব্যক্তিগত আক্রোশজনিত বলে বর্ণনা করেছেন।

৭৬ বছর বয়সী মুশাররফ এখন দুবাইতে চিকিৎসাধীন। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে মুশাররফ বলেছেন, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ‘এ এক অভূতপূর্ব মামলা যেখানে অভিযুক্ত বা তার আইনজীবী, কাউকেই আত্মপক্ষ সমর্থন করতে দেয়া হয়নি।’

মঙ্গলবার মুশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাসবাদ রোধ আদালত। ২০০৭ সালে সংবিধান ধ্বংস এবং দেশদ্রোহিতা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

এদিকে, মুশাররফের শাস্তি সেনাবাহিনীকে ব্যাপক ধাক্কা দিয়েছে। এক বিবৃতিতে ডিজি আইএসপিআর মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, ‘একজন প্রাক্তন সেনাকর্তা, পাকিস্তানের এক প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি ৪০ বছর ধরে দেশের জন্য লড়াই করেছেন তিনি বিশ্বাসঘাতক হতে পারেন না। সম্ভবত প্রয়োজনীয় আইনি পদ্ধতি অবলম্বন করা হয়নি।’

সূত্র : রয়টার্স