মুমিনুলের সেঞ্চুরিতে বড় লিডের দিকে বাংলাদেশ
টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আজ সোমবার তিনি সেঞ্চুরির দেখা পান। অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম শতক।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়দিন সকালে ব্যাটিংয়ে নেমেছেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও মুমিনুল হক।
ডোনাল্ড ত্রিপানোর করা ৮৩তম ওভারের তৃতীয় বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। মুমিনুল শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এছাড়া দিন শুরুর কয়েক মিনিটের ব্যবধানে ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। আগের দিনের ৩২ রানের সঙ্গে ২১ রান যোগ করেই টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটির দেখা পান এ টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
মুমিনুল-মুশফিক জুটি ১৪৭ রান নিয়ে ব্যাট করছেন। দলীয় সংগ্রহ ৯০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩১৬ রান। মুমিনুল ১৮০ বলে ১০৭ নিয়ে ব্যাট করছেন আর মুশফিক ১২৪ বলে ৭৬ রানে অপরাজিত রয়েছেন। লিড : ৫৩ রান।