মুমিনুলের নেতৃত্বে ভারত গেলেন আট ক্রিকেটার

November 09 2019, 02:14

(FILES) In this file photo taken on March 16, 2019 Bangladesh cricketer Mominul Haque (R) is seen upon the team's arrival from New Zealand in Dhaka, a day after narrowly escaping the mosque attack that killed 49 people in Christchurch. - Bangladesh’s newly-appointed Test captain Mominul Haque said he was excited to get an opportunity to rub shoulder with India’s Virat Kohli during the forthcoming Test series between the two teams in India. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)

বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। আগামী ১০ নভেম্বর নাগপুরে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। তার আগে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে শুক্রবার নাগপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আটজন ক্রিকেটার। তবে তারা শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবেন।

ওই আট ক্রিকেটার হলেন- সাইফ হাসান, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন এবং নাঈম হাসান। সাইফ হাসান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। অন্যদিকে বাকিরা টেস্ট দলের নিয়মিত মুখ।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক।

ইন্দুরে আগামী ১৪ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেনে শুরু হবে।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনের ম্যাচটি হবে দিবা-রাত্রির। বাংলাদেশ বা ভারত কোনো দলেরই দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই।

বাংলাদেশ এর আগে ভারতের বিপক্ষে ৯ টেস্টে মুখোমুখি হয়েছে। সাতটিতে পরাজয় এবং দুটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে টাইগাররা।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মো. মিথুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন।