মুন্সীগঞ্জে সর্দি-কাশি-জ্বরে শিশুর মৃত্যু, আতঙ্কে প্রতিবেশীরা

March 30 2020, 08:34

মুন্সীগঞ্জের গজারিয়ায় সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন নামে ১২ বছরের এক শিশু মারা গেছে। উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শিশু সোহরাব ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সর্দি-কাশি ও জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শিশু সোহরাব। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকায় পাঠান। ঢাকায় আসার পথে অ্যাম্বুলেন্সে সে মারা যায়।

এদিকে, শিশু মৃত্যুর খবরে উপজেলার মনাইরকান্দি গ্রামে প্রতিবেশীদের মাঝে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিবেশীরা জানিয়েছে, শিশু সোহরাবের বাড়ির পাশে বেশ কয়েকজন বিদেশফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে ওই শিশুর মৃত্যু নিয়ে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে।