মিরপুরে মারা যাওয়া রোগীর চিকিৎসকও করোনায় আক্রান্ত
রোববার সকালে ওই ডাক্তারের শ্বাসকষ্ট শুরু হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।
জানা গেছে, তিনি মিরপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসা করেছিলেন ওই চিকিৎসক হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করেন।
এর আগে ডেল্টা মেডিক্যাল কলেজ এ্যান্ড হসপিটালের চারজন চিকিৎসক, ১২ জন নার্স ও তিনজন স্টাফকে করোনা আক্রান্তের শঙ্কায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন।
এছাড়া রোববার সন্ধায় রাজধানীর মিরপুরের টোলারবাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির আরো এক প্রতিবেশী মারা গেছেন। মৃত ওই ব্যক্তির নাম মোজাম্মেল হক। রোববার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।