মিঠাপুকুরে নিখোঁজ তিন দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

October 22 2019, 11:31

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর লাশ আজ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার রহমতপুর গ্রামে।

 এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রহমতপুর গ্রামের শহিদুল ইসলামের কন্যা শাহনাজ বেগম (২২), তার বাবার বাড়ি রহমতপুর গ্রাম থেকে গত শনিবার নিখোঁজ হয়।

নিখোঁজের পর তার বাবা-মা আত্মীয়-স্বজনসহ স্বামীর বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে আজ মঙ্গলবার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে তার লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি জাফর আলী বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, এটি আত্মহত্যা না পিটিয়ে হত্যা তা স্পষ্টভাবে জানা যাবে পোস্ট মোর্টেম রিপোর্ট পাওয়ার পর। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।