মাশরাফির জন্য দোয়া চেয়ে ক্রিকেটারদের বার্তা

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও এর ভয়াল প্রভাব দেখা যাচ্ছে। গতকাল শুক্রবার (১৯ জুন) বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের করোনা পজেটিভ হওয়ার সংবাদ আসে।
আজ শনিবার (২০ জুন) জাতীয় দলের আরও দুইজন ক্রিকেটারের করোনা পজেটিভ হওয়ার তথ্য মিলে। এরমধ্যে একজন হলেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং অন্যজন নাগিন ড্যান্স খ্যাত নাজমুল হোসেন অপু।
মাশরাফির করোনা পজেটিভ, দুপুরের পর এমন তথ্য ছড়িয়ে পড়লে ক্রিকেটাঙ্গনের খেলোয়াড়রা সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমে মাশরাফির সুস্থতার জন্য দোয়া চেয়ে বার্তা দেন। এদের মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি মিরাজ, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও সাব্বির রহমান পোস্ট করেছেন।
মাশরাফিকে চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে নিজের পোস্টটি করেছেন মুশফিক। জানিয়েছেন, সকল খারাপ পরিস্থিতি কাটিয়ে আবার ফিরবেন মাশরাফি। কারণ, এই বাংলাদেশের তাকে খুব প্রয়োজন। মুশফিক লিখেন, ‘আপনি সবসময়কার চ্যাম্পিয়ন এবং ইনশাল্লাহ সকল খারাপ পরিস্থিতি থেকে তাড়াতাড়ি সেরে উঠবেন। কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে। আপনাকে দেশের প্রয়োজন।’
এদিকে মাশরাফিকে নিয়ে মাহমুদউল্লাহ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘শক্ত থাকুন। আপনার জন্য দোয়া করছি ভাই আমার। সবাই উনার জন্য দোয়া করুন। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ হওয়ার তৌফিক দিক। আমিন।’
ইমরুল তাঁর পোস্টে মাশরাফি করোনা থেকে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে লিখেন, ‘মাশরাফি ভাইয়ের করোনা পজেটিভ এসেছে, এই খবর আমাকে মারাত্মকভাবে ব্যথিত করেছে। দ্রুততার সঙ্গে আমি তাঁর সুস্থতা কামনা করছি। আর আপনারা সবাইও দোয়া করবেন।’
করোনাকে জয় করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন মাশরাফি বিন মুর্তজা এমন প্রত্যাশা সৌম্য সরকারের। মাঠের ক্রিকেটের যোদ্ধার মতো ফিরে আসার আহবান জানিয়ে সৌম্য লিখেছেন, ‘আশা করি মাঠের ক্রিকেটের যোদ্ধার মতোই আপনি লড়ে যাবেন। আর আগের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়েই ফিরবেন।’ এছাড়াও সকল করোনা রোগীর সুস্থতা কামনা করে সৌম্য আরও লিখেছেন, ‘আমি আরও প্রার্থনা করছি দেশে যারা কোভিড-১৯ এর সঙ্গে যুদ্ধ করছেন, সবাই খুব দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে ফিরে আসবেন।’
এদিকে মেহেদিও একই দোয়া চেয়ে লিখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠতে আল্লাহ আপনাকে সহায়তা করুক, মাশরাফি ভাই। সবাই উনার জন্য দোয়া করবেন।’
বাংলাদেশের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন তাঁর বার্তায় লিখেন, ‘প্রিয় মাশরাফি ভাই আল্লাহ আপনাকে খুব দ্রুত সেরা ওঠার তৌফিক দান করুক।’
‘মাশরাফি ভাইয়ের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। সবাই মাশরাফি ভাইয়ের জন্য দোয়া রাখবেন।’- এমন বার্তা দেন ক্রিকেটার সাব্বির রহমান।
এদিকে তাসকিন সবকিছু ঠিক হয়ে যাওয়ার আশাবাদ জানিয়ে লিখেছেন, ‘ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে ভাইয়া। মহান আল্লাহ আপনার হেফাজত করুক। সবাই ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন প্লিজ।’
প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে ইতিমধ্যে দেশে ১ লক্ষ ৮ হাজার ৭৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর মিছিল বেড়ে দাঁড়িয়েছে ১৪২৫ জনে।