মার্কিন হামলায় সুলেইমানির মৃত্যুতে রাশিয়ার সতর্কবার্তা

January 04 2020, 03:15

মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে। এক প্রতিক্রিয়ায় এ কথা বলেছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দেয়া হয়। আরআইএ নিউজ এজেন্সির বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, রাশিয়ার সংবাদ সংস্থা তাস পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘সোলেইমানি পরম বিশ্বস্ততার সাথে ইরানিদের স্বার্থ সুরক্ষায় কাজ করেছেন। আমরা ইরানি জনগণের প্রতি গভীর শোক জানাচ্ছি।’

তাসের আরেক খবরে প্রকাশ, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বাগদাদে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা অঞ্চলটিতে উত্তেজনা কেবল বাড়াবেই। অবশ্য ওয়াশিংটন নিজেই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে আগ্রহী। রাশিয়ার একটি টিভি চ্যানেলের সাথে শুক্রবার তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে লক্ষ্য করে তার গাড়িবহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ আক্রমণে ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসও নিহত হন।এ ঘটনার কঠিন বদলা নেয়ার হুশিয়ারি দিয়েছে আইআরসিজি ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার তদারিক করেছেন বলে পেন্টাগন থেকে বলা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডের শক্তিশালী এই কমান্ডার নিহত হয়েছেন।

এ ঘটনার পর মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।