মার্কিন হামলায় ইরানি জেনারেল নিহত

January 03 2020, 07:13

বাগদাদের একটি বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। নিহত জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় অন্য ছয়জনের সাথে তিনি নিহত হন বলে খবর বলা হয়েছে।
ইরাকি কর্মকর্তারা ও রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।
পপুলরার মবিলাইজেশন ফোর্সেসস (পিএমএফ) এর আগে আলজাজিরাকে জানায়, উচ্চপদস্থ অতিথিদের বহনকারী দুটি গাড়ি রকেট হামলায় বিধ্বস্ত হয়েছে। এসব অতিথিকে পাহারা দিয়ে নিয়ে আসছিল পিএমএফের কর্মকর্তারা।
বাগদাদ থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেন, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে।

এক সংবাদদাতা জানান, এই মৃত্যু ইরাক ও পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ঘটনায় পরিণত হতে যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চল ইতেমাধ্যেই যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সিরিয়া সীমান্তের কাছে ইরাকে প্রায় ১০০টি পিএমএফ অবস্থানের ওপর হামলা চালিয়েছে।
সূত্র : আল জাজিরা

আরো পড়ুন :
বাগদাদের ইরান দূতাবাসের আকাশে মার্কিন হেলিকপ্টারের টহল

ইরাকের রাজধানী বাগদাদের ইরান দূতাবাসের আকাশে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে আমেরিকা ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে যা চলমান উত্তেজনাকে আরো তীব্র করতে পারে।