মার্কিন সেনা কমান্ডার করোনাভাইরাসে আক্রান্ত !
বেশ ক’জন সহকর্মীসহ ইউরোপে মার্কিন সেনা কমান্ডার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এক কনফারেন্সে তারা অংশ নিয়েছিলেন। সেখানেই তারা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে সোমবার মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লেফটেন্যান্ট জেনারেল ক্রিস্টোফার ক্যাভোলি ‘স্ব-পর্যবেক্ষণে’ আছেন। তিনি আপাতত দূর থেকে কাজ পরিচালনা করছেন।
মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত সপ্তাহে জার্মানির উইসবাডনে স্থলবাহিনীর কমান্ডারদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এক বিদেশি অংশগ্রহণকারী করোনাভাইরাসে আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান ওই কর্মকর্তা।
সূত্র : রয়টার্স