মানিকগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইনে’ ৪০৪ প্রবাসী

March 19 2020, 12:06

মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ৪০৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল এর সংখ্যা ছিল ৩৫৯ জন। বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন করে আরো ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে এর সংখ্যা ৪২২ জন। এদের মধ্যে ১৮ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। এদিকে গত ৫ দিনে কোয়ারেন্টাইন মুক্ত হয় ১০০ জন। গত চারদিনে মোট ৫ জনকে হোম কোয়ারেন্টাইন বিধি না মানায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।