মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বাবা-মেয়ে নিহত
মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নিজবাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে জেলা শহরে যাচ্ছিলেন হেদায়াতুল হক। তারা মহাসড়কের জাগীর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপ দিলে হেদায়াতুল হক (৪৫) ও তার মেয়ে সারা পারভিন (৪) ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত বড় মেয়েকে গুরুতর আহত তার বড় মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত হেদায়েতুল হক সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার হাজী ফজলুল হকের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে যায়।