মানসিক ভারসম্যহীন যুবককে ফেরত দিলো বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটকের একদিন পর মানসিক ভারসম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার বিকেলে উপজেলার আজোয়াটারী সীমান্তের ৯৪২ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট কাছে বৈঠকের মাধ্যমে তাকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।
মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম শফিকুর ইসলাম (৩৫)। সে উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ৯৪৩ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে শফিকুল। পরে ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের শিউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জহিরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন শিউটি কোম্পানি কমান্ডার (এস আই) এসকেএম আলী নেতৃত্ব দেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, বিএসএফ ফেরত দেয়ার পর শুক্রবার রাতে মানসিক ভারসম্যহীন ওই যুবককে স্থানীয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।