মাছ শিকারে গিয়ে যুবকের মৃত্যু

December 01 2020, 05:49

কুমিল্লার লাকসাম উপজেলায় রাতের আঁধারে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম এমরান হোসেন (৪০)। নিহত এমরান হোসেন উপজেলার পূর্ব আউশপাড়া গ্রামে ব্রিটিশবাড়ীর মৃত রেছু মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী মাহবুবা জানান, স্বামী এমরান হোসেন সারাদিন বাজারে রিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। রাতের খাবার খেয়ে একটি টেঁটা নিয়ে বাড়ির পাশের সালেপুর গ্রামে পানি জমে থাকা একটি জমিতে মাছ শিকার করতে যান। এ সময় রেললাইনের পাশে সালেপুর গ্রামের ওহিদ উল্লাহর একটি কৃষিজমিতে গেলেই বিদ্যুতের তারে স্পর্শ হন।
এ সময় এমরানকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।