মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

December 11 2019, 15:56

মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমন (ইঞ্জিন চালিত) চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহত অঞ্জন অধিকারীর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামে ও গরু ব্যবসায়ী মোতালেব বিশ্বাসের বাড়ি মাগুরা শহরের বরুনাতৈল গ্রামে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার কাটাখালি গরুর হাট থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে মাগুরা যশোর মহাসড়কের কাটাখালি এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমন চালক অঞ্জন অধিকারী (৩০) ও অপর নসিমন যাত্রী মোতালেব বিশ্বাস(৫৫) নামে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আলী হাসান (৩০), অর্জুন অধিকারী (২৫) ও এরশাদ শেখ আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত অঞ্জন অধিকারীর ছোট ভাই অর্জুন অধিকারী জানান, কাটাখালি হাট থেকে গরু কেনাবেচা করে ফেরার পথে সন্ধ্যা সাতটার দিকে পেছন থেকে একটি ট্রাক দুইটি নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একটি নসিমনের চালক তার ভাই অঞ্জন অধিকারী ও আরেক নসিমনের যাত্রী গরু ব্যবসায়ী মোতালেব বিশ্বাস নিহত হয়।