মা’কে নির্মমভাবে কুপিয়ে হত্যা মেয়ের
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মেয়ে। নিহত ফিরোজা নাছরিন (৫৬) সাবেক অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী। খুনী তামান্না জেবীন রুমানাকে (২৮) আটক করেছে পুলিশ।
আজ বুধবার পৌরশহরের ৬নং ওয়ার্ড উত্তর কলেজ পাড়ায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
হত্যাকারী তামান্না কয়েকদিন যাবত মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন।
স্থানীয়রা জানান, নিহত ফিরোজা ছেলে রিয়াজ ও মেয়ে তামান্নাকে নিয়ে বসবাস করতেন। সকালে মা ও বোনকে বাসায় রেখে রিয়াজ বোনের জন্য ডাক্তার আনতে যান। এ সময় তামান্না রান্নাঘরে বটি দিয়ে মা ফিরোজাকে কুপিয়ে হত্যা করে। পরে রিয়াজ বাসায় এসে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙ্গে ঘরে ঢোকে। রান্নাঘরে ক্ষতবিক্ষত মায়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ মাসুদুজ্জামান জানান, মানসিক ভারসম্যহীন মেয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ খুনের পিছনে অন্যকোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, এ হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করা হয়েছে।