মন ভালো নেই পাপনের

July 09 2023, 15:04

আফগানিস্তানের বিপক্ষে শুরুর দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সুখবর নেই নারী ক্রিকেটেও। মিরপুরে ভারতের বিপক্ষে বড় হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের এমন চিত্র দেখে হতাশ নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। সর্বোচ্চ ২৮ রান এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা। এই ম্যাচ মাঠে বসে উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময়ে বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয়, দুই দলের পারফরম্যান্সে মন খারাপ? উত্তরে বিসিবি সভাপতি বলেন, কেবল তারই নয়, সারা দেশের মানুষেরই মন খারাপ। যদিও তিনি মেয়েদের পারফরম্যান্সের হতাশ নন। পাপন বলেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হয়।

সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না।’ এ সময় ছেলেদের ক্রিকেটে বাজে সময় নিয়ে তিনি বলেন, ‘ওটা ঠিক হবে। অবশ্যই ঠিক হবে।’

নারী দলকে নিয়ে পাপন বলেন, ‘আজকে প্রথম তো (মিরপুরে মেয়েদের ম্যাচ)। ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। সেরা তিন দলের একটি আমার ধারণা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়। ওদের সম্ভাবনা খুবই ভালো।’

ভারতের বিপক্ষে সিরিজে স্পন্সর নেই। এমনকি বিনা টিকিটে প্রবেশের সুযোগ থাকলেও দর্শক আসেনি। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘মেয়েদের ক্রিকেটে অনেক দেশেই হয়। কিন্তু আমাদের দেশে এটা নাই। দর্শক টানার মতো পরিস্থিতিতে নাই।’