মদের হোম ডেলিভারি দিতো তারা
বিভিন্ন বিদেশি মদের হোম ডেলিভারি দিয়ে আসছিলো একটি চক্র। হোম ডেলিভারির জন্য ব্যবহার করতো নিজস্ব গাড়ি। এমনি এক চক্রকে আটক করেছে র্যাব।
রাজধানীর মিরপুর এলাকা থেকে ১৭ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৪। সেইসঙ্গে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও। আজ শুক্রবার র্যাব-৪ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- মো. বাদশা (৪৭), মো. সালমান খালেদ (২৪) ও মো. ইউসুফ আলী (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে বলেও জানানো হয় র্যাব-৪ থেকে।