ভোলায় ১০ ভুয়া পরীক্ষার্থীসহ মাদরাসা সুপার আটক

February 04 2020, 13:00

ভোলায় ১০ ভুয়া পরীক্ষার্থীসহ এক মাদরাসা সুপারকে আটক করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলার আবু আবদুল্লাহ কলেজে দাখিল পরীক্ষার কেন্দ্র জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম এ আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলার জয়নগর বালিকা দাখিল মাদরাসার সুপার মো: জাকির হোসেন মোটা অংকের টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ডের ছবি পরিবর্তন করে দশম শ্রেণীর ৯ জন ও বহিরাগত একজন দিয়ে পরীক্ষা দিয়ে আসছিলেন। পরে মঙ্গলবার ওই কেন্দ্রে হাদিস দ্বিতীয়পত্র পরীক্ষা দেওয়ার সময় তাদের রেজিষ্ট্রেশন কার্ডের ছবি সন্দেহে হলে তাদেরকে আটক করা হয়। শিক্ষার্থীদের স্বীকারোক্তির পর মাদরাসা সুপার জাকির হোসেনকে আটক করে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হ। এসময় আরো এক ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড ও বয়স কম হওয়ায় বাকী নয় জনকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমান আগদালতের বিচারক ও জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নকল ও শিক্ষাক্ষেত্রে প্রতারণা বন্ধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।