ভোলায় জোয়ারে প্লাবিত ২০ গ্রাম, তলিয়ে গেছে পন্টুন

August 26 2020, 08:28

ভোলায় প্রবল জোয়ারের চাপে ডুবে গেছে লঞ্চ ঘাটের পন্টুন। তলিয়ে গেছে নিম্নাঞ্চল।

এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল।
বুধবার (২৬ আগস্ট) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটের পন্টুন ডুবে যায়। বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া পন্টুনের উদ্ধারকাজ শুরু হয়নি।

এদিকে মেঘনার পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে বাঁধের বাইরের জনপদ ও নিম্নাঞ্চলের অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
ঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল।

ভোলা বিআইডব্লিটিএ অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান জানান, জোয়ারের চাপে ভোরের দিকে পন্টুন ডুবে গেছে। আবহাওয়া ভালো হলে সেটির উদ্ধারকাজ শুরু হবে। এছাড়াও জোয়ারের পানিতে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট।