ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য আটক

February 02 2020, 09:53

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তর পাড়া এলাকা থেকে শনিবার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। আটক মো. রাসেল আলম (২৪) ওই এলাকার মো: নূর হোসেনের ছেলে।

রোববার সকালে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপফ্রেন্ডসহ অন্যান্য লোকজনের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেয়ার কথা বলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাকে আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার কথা র‌্যাবের কাছে স্বীকার করে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। সূত্র : ইউএনবি।