ভি‌সির দুর্নী‌তির তথ্য উপাত্ত নি‌য়ে মন্ত্রনাল‌য়ে জাবি শিক্ষকরা

November 09 2019, 02:07

সন্ধ্যা থে‌কে চলমান মি‌টিং শে‌ষে ভি‌সি ফারজানা ইসলা‌মের দুর্নী‌তির তথ্য উপাত্ত সহকা‌রে মন্ত্রণাল‌য়ের উদ্দেশ্যে এক‌টি প্র‌তি‌নি‌ধি দল পা‌ঠি‌য়েছে আন্দোলনকারীরা। দুই সদ‌স্যের প্র‌তি‌নিধি দল‌ ঢাকায় রওনা দেয় শুক্রবার রাতেই।

এ বিষয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ও আন্দোলনকারী অধ্যাপক খবির উদ্দিন বলেন, ছয় পাতার অভিযোগ পত্র এবং সাথে প্রায় ৭০ পাতার নথি সংযুক্ত করা হয়েছে। সেগুলো নিয়ে আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক তারেক রেজা ও খন্দকার হাসান মাহমুদ শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আলিম খান সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই নথিগুলো সরকা‌রের কা‌ছে জমা দেয়া হবে।