ভাড়া করা ব্যক্তিকে ওবামা সাজিয়ে বিদ্রূপ করতেন ট্রাম্প

September 06 2020, 15:36

আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর নিজের ক্ষোভ ঝাড়তে ওবামার মতো দেখতে আরেক ব্যক্তিকে ভাড়া করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ভিডিওতে ওই ব্যক্তিকে ওবামা সাজিয়ে ব্যঙ্গ-বিদ্রুপের পর তাকে প্রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করেন ট্রাম্প।

ওবামার প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন তার নতুন বই ‘ডিজলয়েল : দ্য ট্রু স্টোরি অব দ্য ফরমার পার্সোনাল অ্যাটর্নি টু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প’- এ এই দাবি করেছেন।

কোহেন বলেছেন, ট্রাম্প ওবামার মতো দেখতে ‘এক ব্যক্তিকে নিয়োগ দেন, যার সঙ্গে বিদ্রুপাত্মক আচরণ করেন এবং বরখাস্ত করেন।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কোহেন তার বইতে ট্রাম্পের ভাড়া করা ওই ব্যক্তির নাম কিংবা কবে এ ঘটনা ঘটেছে সেই তারিখ উল্লেখ করেননি। তবে ওই ঘটনার একটি ছবি তিনি বইয়ে যুক্ত করেছেন।

এতে দেখা গেছে, ট্রাম্প তার অফিসে বসে আছেন। তার টেবিলের সামনে স্যুট পরে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি বসে আছেন। তার স্যুটে যুক্তরাষ্ট্রের পতাকার মনোগ্রাম পিন দিয়ে আটকানো আছে।

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক থাকা দুই নারীর মুখ বন্ধ রাখতে তাদেরকে অর্থ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গত বছরের মে মাসে কোহেনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। করোনায় সংক্রমণের বিষয়টি বিবেচনা করে গত মে মাসে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে দণ্ডের অবশিষ্ট সময় তাকে গৃহবন্দি হিসেবে থাকার নির্দেশ দিয়েছে আদালত।