ভালুকায় ‘নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন
ময়মসিংহের ভালুকায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘নো মাস্ক নো সার্ভিস’ র্শীষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভালুকা বাজার পাঁচ রাস্তার মোড়ে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সংসদ সদস্য মনিরা সুলতানা মনির ব্যক্তিগত উদ্যোগে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি উপজেলা প্রশাসন, মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ জন সাধারণের মাঝে ৭ হাজার মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।