ভালুকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় নিজ ঘরের ভেতর থেকে মোছা. লিলুফা আক্তার ( ২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।লিলুফা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লিলুফার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে প্রকৃত ঘটনা।