ভারত সরকার দাঙ্গা দ্রুত প্রতিহত করবে, প্রত্যাশা জিএম কাদেরের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ভারতের চলমান দাঙ্গা সে দেশের সরকার এবং জনগণ পছন্দ করছেন না। সরকার দাঙ্গা প্রতিহত করার চেষ্টা করছেন। এমন ভাবে প্রতিহত করা প্রয়োজন যাতে এ ধরনের কাজের আর কোনো পুনরাবৃত্তি না হয়। মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর পল্লী নিবাসে পরলোকগত হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে তিনি ঢাকা থেকে সৈয়দপুর আসেন। পরে সৈয়দপুর থেকে রংপুর আসেন তিনি। এরশাদের কবরে নেতাকর্মীদের নিয়ে সুরা ফাতিহা পাঠ করেন ও মোনাজাতে অংশ নেন জিএম কাদের।
কাদের বলেন, ভারতের দাঙ্গা যত দ্রুত নিরসন হবে ততই সে দেশের জনগণ এবং সরকার স্বস্তি পাবে। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, শাফিউল ইসলাম শাফিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি লালমনিরহাটের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।